বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ গোলাম রব্বানী ওরফে রাব্বি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।
গতকাল সোমবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম রব্বানী ওরফে রাব্বি আদমদীঘি উপজেলার সিংহার গ্রামের আফছার আলীর ছেলে।
আরও পড়ুনমামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, সে একজন মাদক কারবারি, তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন