ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় নিহত ৯৫

গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফে, একটি স্কুল ও খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছে। সোমবার (৩০ জুন) চালানো এসব হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া তারা হাসপাতালে হামলা চালিয়ে আরও কয়েকজনকে আহত করেছে। যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার আগে, গত কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা ছিল এটি। 

ইসরায়েলের তীব্রতম এ হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬২ জন গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দা। উত্তর গাজা শহরের উপকূলবর্তী ‘আল-বাকা কাফেটেরিয়া’ নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হন। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব এবং নারী ও শিশুরা ছিলেন। তারা ঐ ক্যাফেতে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

এছাড়া সোমবারই ইসরায়েলি বাহিনী গাজা শহরের ‘ইয়াফা স্কুলে’ বোমা হামলা চালায়। ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। মধ্য গাজায় ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহ অঞ্চলের আল-আকসা হাসপাতালের আঙ্গিনাতেও হামলা চালায়। সেখানেও হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছিল।

আরও পড়ুন

গাজার সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া অফিস এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে ‘ফিলিস্তিনের স্বাস্থ্যব্যবস্থার বিরুদ্ধে একটি পদ্ধতিগত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। খবর : আল জাজিরা 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

সৌদি আরবে আজীবন থাকতে চান রোনালদো

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?