ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম,ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। 

আরও পড়ুন

হাফেজ আব্দুল মান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়, তবে তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল আরও ২৪ ঘণ্টা

বগুড়ার শিবগঞ্জে সড়কে গভীর গর্তের কারণে তিন  গ্রামের মানুষের যাতায়াত বন্ধ এক মাস

বিনা অনুমতিতে ১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষক সালাউদ্দিন

গাইবান্ধার সাঘাটায় এক সপ্তাহে কবর থেকে ২৫টি কঙ্কাল চুরি

যেমন আছেন ‘রূপনগর’-এর সেই মিজানুর রহমান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পর্শে কিশোর শ্রমিকের মৃত্যু