ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাকোলিয়ার বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাকোলিয়ার বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালক যুবকের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই সাথে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারীবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের মো. শহিদুল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আরিফুল মন্ডল গতকাল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার (২৯ জুন) সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

আরও পড়ুন

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহত আরিফুল মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সামনে পুরো প্রক্রিয়া রাখতে চাই : উপাচার্য

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ আটক

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে : উপাচার্য

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার