ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

নাটোরে চার ট্রাকের সংঘর্ষে ৪ ঘণ্টার যানজট

নাটোরে চার ট্রাকের সংঘর্ষে ৪ ঘণ্টার যানজট। ছবি : দৈনিক করতোয়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে চারটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে প্রায় চার ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় মহাসড়কের উভয়পাশে। আজ বুধবার (২৫ জুন) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার সংলগ্ন আড়মাড়ি ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকামুখী একটি আমবাহী ট্রাককে ঢাকামুখী বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সরাসরি ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, মালবাহী ট্রাকের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন বা ওভারটেকিং করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে আমবাহী ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকে থাকা বিপুল পরিমাণ আম ছিটকে পড়ে ও নষ্ট হয়ে যায়।

এসময় পেছন থেকে আরও দুটি ট্রাক এসে দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টিকে আঘাত করে, ফলে ক্ষতিরমাত্রা আরও বাড়ে। তবে বড় ধরণের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। একটি ট্রাকের চালক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগে। তবে আধা ঘণ্টার মধ্যেই আমরা একটি পাশদিয়ে যানবাহন চলাচল শুরু করি। পরে ধীরে ধীরে পুরো সড়ক যান চলাচলের উপযোগী করে তোলা হয়।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যানজট নিরসনে কাজ শুরু করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং আমচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা