ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

দেশের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ও ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ড. সালেহউদ্দিন।

আরও পড়ুন

তিনি বলেন, তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের মধ্যে আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল না। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী লাভবান হতো। এখানে স্বার্থের বিষয় আছে বলেই ক্যারিয়ারের প্রশ্ন তুলে আন্দোলন হচ্ছে।

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে জানানো হলেও তাদেরকে নেগেটিভ দিক বুঝিয়েছে কেউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত ভাঙ্গার আন্দোলনকারীদের

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল 

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা 

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা