ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আধা কিলোমিটার কাঁচারাস্তা নিয়ে চরম দুর্ভোগে নন্দীগ্রাম-সিংড়া দুই উপজেলার মানুষ

আধা কিলোমিটার কাঁচারাস্তা নিয়ে চরম দুর্ভোগে নন্দীগ্রাম-সিংড়া দুই উপজেলার মানুষ। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া বাজারের সংযোগ সড়কে মাত্র আধা কিলোমিটার কাঁচারাস্তার কারণে বছরের পর বছর ধরে চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার হাজারো মানুষকে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সড়কটির দুইপাশ পাকা হলেও মাঝখানের মাত্র আধা কিলোমিটার এখনো কাঁচা অবস্থায় রয়েছে যা বর্ষা মৌসুমে মরণফাঁদে পরিণত হয়। জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা থাকলেও সড়কটি পাকাকরণের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়।

প্রতিদিন এই সড়ক দিয়ে দাসগ্রাম, বোয়ালিয়া, মাসিন্দার মাথাসহ আশপাশের কয়েক হাজার মানুষ নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সরকারি-বেসরকারি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের একমাত্র সহজ পথ এটি। ফলে প্রতিদিন নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার অসংখ্য মানুষ যানবাহন নিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টি হলেই কাদামাটিতে রূপ নেয় সড়কটি, তখন বাধ্য হয়ে বিকল্প পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি বাড়তি দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে কোনোভাবে যানবাহন চলাচল করলেও বর্ষায় হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল আরোহী, বোয়ালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত কুমার আকাশ বলেন, রাস্তাটি শুধু দুই উপজেলার মানুষের চলাচলের মাধ্যমই নয় বরং এর দুই পাশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সরকারি-বেসরকারি অফিস। তাই এই সংযোগ সড়কের গুরুত্ব অনেক। কিন্তু অল্প একটু কাঁচারাস্তার কারণে বর্ষায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটি দ্রুত পাকাকরণ হলে আমাদের ভোগান্তি কমে যেত।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য শংকর কুমার সরকার জানান, গত বর্ষায় রাস্তাটি এতই খারাপ হয়েছিল যে আমি নিজ উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিয়েছিলাম, যাতে মানুষ অন্তত হেঁটে চলাচল করতে পারে। খুবই দুঃখের বিষয়, এই রাস্তাটি এখনো কাঁচা পড়ে আছে। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তালিব হোসেন বলেন, নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম বাজার থেকে সিংড়া উপজেলার বোয়ালিয়া বাজার পর্যন্ত ৬শ’ মিটার রাস্তার কাজের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ  শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানীতে সহযোগিতা করছে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ১

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিলো মরদেহ