ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

দেশি ফলের রপ্তানি বাড়লে কৃষকরা উপকৃত হবে : উপদেষ্টা

দেশি ফলের রপ্তানি বাড়লে কৃষকরা উপকৃত হবে : উপদেষ্টা, ছবি: হোসাইন আহমেদ।

দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে জানিয়ে দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ৬৪ জেলায় এ মেলা হবে। মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা। অনেকেই দেশি ফল চেনে না। তারা আঙুর, আপেলের মতো বিদেশি ফল খায়। আমাদের ফলের গুণগত মান ও স্বাদ বিদেশি ফলের থেকেও বেশি। দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা বিদেশে প্রচুর দেশি ফল পাঠাচ্ছি। যার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা। চায়নায় আমাদের নতুনভাবে আম পাঠানো শুরু হয়েছে। রপ্তানি বাড়লে কৃষকরা উপকৃত হবে।

আরও পড়ুন

এর আগে উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরকারি পর্যায়ের ২৬টি ও বেসরকারি পর্যায়ের ৪৯টিসহ মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। রাজধানীসহ সারা দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ফল মেলার এবারের প্রতিপাদ্য ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন : মির্জা ফখরুল

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বগুড়ায় ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার