ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের লালপুরে সিবিএ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

নাটোরের লালপুরে সিবিএ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি মো. হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

গত রোববার দিনগত রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার বিকেলে তাকে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুর উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৩০ এপ্রিল লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর সুগার মিলস সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ২মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদি হয়ে হাসান আলী টুমনসহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি ছিলেন টুমন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও টুমন পালিয়ে বেড়াচ্ছিলেন।

আরও পড়ুন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার দিনগত রাতে রাজধানীর মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গেফতারের পর লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। টুমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়া নিহত মুনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক মো. জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

৪ আগস্টই নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হয় : নাহিদ ইসলাম

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার