ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পাহাড়ের দেশে লাস্যময়ী মিম

পাহাড়ের দেশে লাস্যময়ী মিম, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিম। আর সেখানকার একের পর এক নয়নাভিরাম ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই লাক্স তারকা।

সাম্প্রতিক পোস্টে মিমকে দেখা গেছে কন্দালামা হ্রদের পাড়ে, সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এমন অসাধারণ আবহে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ খ্যাত অভিনেত্রী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন দারুণ এক ক্যাপশন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ ছবির সৌন্দর্য আর ক্যাপশনের ভাব। দুটোই যেন একে অন্যের পরিপূরক।

তবে ভ্রমণে যতটা সরব, অভিনয়ে ততটাই নীরব মিম। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারও আগে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পারণ’ ছবির জন্য তিনি প্রশংসিত হন দর্শক-সমালোচক উভয়ের কাছে। ওই ছবির পর বেশ কিছু ছবির প্রস্তাব এলেও গল্প ও চরিত্র আকর্ষণীয় না হওয়ায় নিজেকে বিরত রেখেছেন নতুন কাজ থেকে।

আরও পড়ুন

তবে পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রীতিমতো জনপ্রিয়। তার ঘোরাঘুরির ছবি, স্টাইল স্টেটমেন্ট আর ব্যক্তিগত মুহূর্তগুলোতে মুগ্ধ ভক্তরা। কন্দালামা হ্রদের ওই ছবিগুলোও তার প্রমাণ। এখন দেখার অপেক্ষা, এই সফরের স্মৃতি শেষে কখন আবার পর্দায় ফেরেন বিদ্যা সিনহা মিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার