ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

রংপুরের কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক। ছবি : দৈনিক করতোয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আজ রোববার (১৫ জুন) উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর থেকে গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেল আটক করা হয়। তবে মাদক কারবারিকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল পৌনে আট টায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা মটরসাইকেল থামানোর সংকেত দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেলের ক্যারিয়ালে থাকা বস্তার ভিতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহণে ব্যবহৃত কালো-লাল রংয়ের ১৫০ সিসি দিনাজপুর-ল ১১-৪০৫৮ মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার করা ৯ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনের ধারায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জলমহালের ইজারা জেলেদের দিতে হবে: ফরিদা আখতার

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক

আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে আসায় ট্রেন আটকে দিলো এলাকাবাসী