ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ ছুরিকাহত

বগুড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ ছুরিকাহত। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার: বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন, বগুড়ার উপশহর ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিক। 

উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ওই দুই পুলিশ সদস্য আজ রোববার ১৫ জুন সকাল সাড়ে দশটার দিকে শহরের উপকণ্ঠে বারোপুরের ঝোপগাড়ী এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি নিশান কে গ্রেফতারের জন্য  যান। এ সময় ওই পুলিশ সদস্যরা নিশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। কিন্তু এ সময় নিশান পরনের কাপড়-চোপড় পড়ার ভান করে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে। এরপর  এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্য উদ্ধার করে। এরপর তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই পুলিশ সদস্য ওয়ারেন্ট ভুক্ত আসামি নিশানকে গ্রেফতারের জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু ওই আসামি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পলাতক নিশান কে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

সহশিল্পী, পরিচালকদের প্রতি কৃতজ্ঞ নাদিয়া আহমেদ, শুভ জন্মদিন