ভিডিও রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা ও দরজা জানালা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার দুইদিন পর আবার উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন। আজ শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে একজন দর্শনার্থীর হাতে প্রবেশ টোকেন তুলে দিয়ে এ ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসক বলেন, রবীন্দ্র কাছারিবাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অক্ষত রয়েছে কাছারিবাড়ি। হামলা হয়েছে মূলত কাছারিবাড়ির পাশের রবীন্দ্র অডিটোরিয়ামে। সেটাও কাছারিবাড়িকে টার্গেট করে নয় বরং প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সাথে কাছারিবাড়ির স্টাফদের অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে। কোন মৌলবাদ বা কোন রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। সেইসাথে রবীন্দ্র কাছারিবাড়িতে আর কোন নিরাপত্তার ঘাটতি নেই উল্লেখ করে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেন তিনি।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সাথে কাছারিবাড়ি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান পিএিস, সহকারী কমিশনার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মিজানুর রহমান, বিএনপি নেতা এমদাদুল হক নওশাদ, আমির হোসেন সবুজ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামলা-ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন বলেন, ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুব শিগগিরই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে। তদন্ত রিপোর্ট দেখে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এব্যপারে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, রবীন্দ্র কাছারিবাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর কোন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ইতোমধ্যেই হামলা ভাঙচুরের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এদিকে বিভিন্ন দর্শনার্থীরা রবীন্দ্র কাছাড়িবাড়ি খুলে দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে সেখানে অনাকাঙ্খিত ঘটনার কারণে কাছারিবাড়িড়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর

রাবিতে প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অবরুদ্ধ, জরুরি বৈঠকে ভিসি

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল

বাংলাদেশকে ১৬৯ রানের বিশাল লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে: তারেক রহমান