ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেকসহ (৫৫) আরও ১৭ জন নারী ও পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদশিমুলিয়া এলাকায় মেয়ের বাবা আছাদুল্লার বাড়িতে যায় ছেলে পক্ষ। বিকেলে মেয়ের বাড়িতে খাবার দিলে ছেলে পক্ষের গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন খুলছে আজ

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১