ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেকসহ (৫৫) আরও ১৭ জন নারী ও পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদশিমুলিয়া এলাকায় মেয়ের বাবা আছাদুল্লার বাড়িতে যায় ছেলে পক্ষ। বিকেলে মেয়ের বাড়িতে খাবার দিলে ছেলে পক্ষের গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়দেবপুরে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা

গাজীপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

জিতল রিয়াল, পেনাল্টিতে জোড়া গোল এমবাপ্পের

চার্লি কার্ক হত্যার মূল অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

তেজগাঁওয়ের সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বগুড়া শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার