ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনকে মারপিট করে পুলিশে সোপর্দ

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনকে মারপিট করে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছিনতাইকারী সন্দেহে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন যুবককে বেদম মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা এলাকায় চেলোপাড়া-টু-চন্দনবাইশা রোডের মানিকদাইড় ব্রীজের কাছ থেকে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নারুলি ফাঁড়ির এসআই অমিত বিশ্বাস জানান, গ্রেফতারকৃতরা হলো, শহরের নিশিন্দারা এলাকার হবিবর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাসেল (১৯) ও একই এলাকার কোহিনুরের ছেলে এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ সরকার হাবিব (১৯) ও সদরের এরুলিয়ার মনতাজ উদ্দিনের ছেলে রকি (২১)।

এ সময় তদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। স্থানিয় লোকজন ছিনতাইকারী সন্দেহে তাদের আটক করে বেদম মারপিট করে। এরপর তাদেরকে মোটরসাইকেলসহ পুলিশে সোপর্দ করা হয়। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

আরও পড়ুন

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা কোন ছিনতাইকারী নন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের কোন অভিযোগ বা মামলাও নেই। তারা গাবতলীতে রকির নানীর বাড়িতে বেড়াতে যান। এরপর সেখান থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। কিন্তু ঝড়বৃষ্টি  হওয়ায় তারা পথিমধ্যে মানিকদাইড় ব্রিজের কাছে যাত্রী ছাউনিতে বসেছিলেন। এ সময় কিছু লোক এসে তাদের ছিনতাইকারী সন্দেহে বেদম মারপিট করে মোটরসাইকেলসহ পুলিশের হাতে তুলে দেয়।

এসআই অমিত করতোয়া’কে আরও জানান, আজ শুক্রবার (৩০ মে) তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তারা যে ছিনতাইকারী তার প্রমাণ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন

ভারতে প্রবেশের সময় শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-বন্ধ যান চলাচল

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি