ভিডিও বুধবার, ২৮ মে ২০২৫

 শেফিল্ডকে বিদায় জানানোর সময় ভাগ্যকে দুষলেন হামজা

 শেফিল্ডকে বিদায় জানানোর সময় ভাগ্যকে দুষলেন হামজা

স্পোর্টস ডেস্ক: নিজের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন হামজা চৌধুরীি। মিশন ছিলো ইংলিশ ফুটবল পিরামিডের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডকে প্রিমিয়ার লিগে টেনে তুলে আনা। তবে ভাগ্য সহায়নি তার। শেফিল্ড তো প্রিমিয়ারে উঠতে পারেইনি, উলটো তার মূল ক্লাব লেস্টারও প্রিমিয়ার থেকে অবনমিত হয়েছে।

তাই একরাশ হতাশা সঙ্গী করেই মৌসুম শেষ করতে হয়েছে বাংলাদেশের হামজা চৌধুরীকে। শেফিল্ড ছেড়ে এখন ফের লেস্টারের ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলার। তার আগে শেফিল্ডের জন্য সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

হামজা লিখেছেন, ‘এভাবে মৌসুমের শেষটা হওয়া সত্যিই খুব কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক কীভাবে কথাগুলো বলব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছে, আমরা আরও অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম —কিন্তু ভাগ্যে সেটা লেখা ছিল না।’

আরও পড়ুন

শেফিল্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামজা যোগ করেন, ‘আমি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাতে চাই—কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সব সতীর্থদের, এবং প্রতিটি সমর্থককে, যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন।’

ক্লাব মৌসুম শেষে এখন আন্তর্জাতিক ফুটবলে মনযোগী হবেন হামজা। জুনের শুরুতে বাংলাদেশে আসার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হবে তার। এর আগে গত মার্চে একই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামার মধ্যে দিয়েছে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয় : সৈয়দা রিজওয়ানা হাসান

বার্সা’র সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হলেন ইয়ামাল

সত্তরোর্ধ্ব রজনীকান্তের পারিশ্রমিক ২১৩ কোটি টাকা

সুয়ারেজের ক্লাবের অংশীদার হলেন মেসি

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব