ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

১৫ বছরে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে: আমীর খসরু

ছবি : সংগৃহিত,১৫ বছরে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে: আমীর খসরু

পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই। এই বিনিয়োগের উৎস হবে পুঁজিবাজার। ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ।

পুঁজিবাজারকে ক্যাসিনো বানানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে যে আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশের আর্থিক খাতে সব সংস্কার বিএনপির আমলে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে সংস্কার ও পুনর্গঠন করা হবে। ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে। আমরা কি মাত্র ৪ বিলিয়ন ডলারের পেছনে ঘুরছি!’

আরও পড়ুন

এ সিনিয়র নেতা বলেন, দেশ কীভাবে দ্রুত গণতন্ত্রের পথে উত্তোরণ হবে, নির্বাচনের পথে যাবে সে ব্যাপারেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। নির্বাচন ডিসেম্বরেই কেন, আগেই সম্ভব।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব নয়। অনিয়ম দুর্নীতি করে শাস্তি না পেলে অনিয়ম পুনরাবৃত্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

সাবেক বিমান বাহিনী প্রধান ও তাঁর পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, গ্রামছাড়া হতদরিদ্র গৃহবধূ

রংপুরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

পাবনার বেড়ায় অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে