ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৪৪)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে। 


শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছে। বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগীদের হাতে আকবর গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশের ধারণা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা গুলি করেছে পুলিশ তা তদন্ত করছে।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় রাত আটটার দিকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরসহ তিন জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে হকারের মৃত্যু

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস

সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

হাবিপ্রবিতে ৫৭৭ আসন ফাঁকা, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি ৫৭৭ শিক্ষার্থী

এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন, উত্তেজনা বাড়ছে

দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার