আলোচনায় মোশাররফ করিম- তানিয়া বৃষ্টির ‘বউ বেশি বুঝে’
_original_1747926731.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নন্দিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়তা পাওয়া বেশকিছু নাটক রয়েছে। দর্শকের এই জুটির নাটকের প্রতিও রয়েছে প্রবল আগ্রহ। যে কারণে নির্মাতারাও চেষ্টা করেন এই জুটির সিডিউল মিলিয়ে ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। বেশ কিছুদিন আগে নির্মাতা জুবায়ের ইবনে বকর এই জুটিকে নিয়ে ‘বউ বেশি বুঝে’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেন।
এই নাটকটিই ইউটিউবে প্রচারে এলো গত ২১ মে। নাটকটির গল্প জুবায়ের ইবনে বকরের। রচনা করেছেন অনামিকা মণ্ডল। পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। নাটকটি প্রচারের আসার পরপরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মোশাররফ করিম ও বৃষ্টির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। দিন যতো যাচ্ছে এই নাটকের প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে। বাড়ছে নাটকের ভিউও। নাটকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক জাকিউল ইসলাম রিপন, সোহেল হাসান এবং সময়ের দর্শকপ্রিয় আলোচিত অভিনেতা আশরাফুল আলম সোহাগ। নাটকটিওে দৃশ্যধারনে ছিলেন সাখাওয়াত হোসেইন শাকিব ও আরবি রাকিব। নাটকটির মিউজিক করেছেন আপেল মাহমুদ এমিল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা নিয়েই মূলত এই নাটকের গল্প। যে নাটকে স্ত্রী একটু বেশিই বুঝে। একটা সময় গিয়ে স্ত্রী বুঝতে পারে যে তার সব বুঝাই যে সঠিক এমনটি নয়। কারণ স্ত্রী স্বামীর কথা ঠিকঠাক মতো না শুনেই ব্যবসা শুরু করে। সেই ব্যবসার টাকা নিয়ে একসময় একজন পালিয়ে যায়। যাইহোক গল্পটা সুন্দর সমসাময়িক। বকর চেষ্টা করেছে গল্পটা ঠিকঠাক মতো তুলে ধরতে। আর বৃষ্টি যখন প্রথম আমার সঙ্গে অভিনয় শুরু করে তখন থেকেই মনে হচ্ছিলো যে বৃষ্টি খুউব ভালো করবে, কারণ তার এক্সপেশন, তার কথা বলার যে স্বতঃস্ফুর্ততা, বডি ল্যাংগুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিলো যে সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’
আরও পড়ুনতানিয়া বৃষ্টি বলেন,‘ মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার অভিনীত প্রায় সবগুলো নাটকই দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এই নাটকটিও দর্শকের মনে দাগ কেটেছে। আমি অনেক সাড়া পাচ্ছি। মোশাররফ ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এতো এতো বিষয়ে জ্ঞান রাখেন যে শুটিং ছাড়া তারসঙ্গে আড্ডা দিতে পারলে আরো অনেক কিছু শেখা যেতো।’ মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির সর্বশেষ আলোচিত নাটক জিয়াউদ্দিন আলমের
মন্তব্য করুন