বগুড়ার শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের রামপুর ভালুঞ্জা বালিকাপাড়া গ্রামের আজিজুল মন্ডলের মেয়ে জেরিন আক্তারের (২০) সঙ্গে তিন বছর আগে পিরব ইউনিয়নের পালিকান্দা মন্ডলপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রুহুল আমিনের (২৫) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াবিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে গত কিছুদিন যাবত স্বামী রুহুল আমিন তার স্ত্রী জেরিন আক্তারকে তার বাবার বাড়ি থেকে যৌতুকের পাঁচ লাখ টাকা আনতে বলে। কিন্তু স্ত্রী রাজী না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে রুহুল আমিন ও তার শ্বশুর রেজাউল করিম জেরিনকে বেধড়ক মারপিট করে। এসময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা জেরিনকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন।
এ ব্যাপারে জেরিন আক্তার বলেন, আমার বাবা গরিব মানুষ। পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়ার মতো তার সামর্থ নেই। এই কথা বললে স্বামী ও শ্বশুর আমাকে মারপিট করে আহত করে। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
আরও পড়ুনএব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন