জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাফওয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের শিহাটা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সাফওয়ান ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজ মিয়ার ছেলে।
আরও পড়ুনপরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সাফওয়ান। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন