ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা  

শেরপুরে টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি,বন্যার শঙ্কা  

নিউজ ডেস্ক: ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয়ে টানা বর্ষণে উজানের ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে অঞ্চলটিতে।

মঙ্গলবার (২০ মে) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এখনো ৬ শতাংশ ধান কাটা বাকি রয়েছে। কেটে নেওয়া অনেক ধান এখনো মাড়াই হয়নি। অনেক কৃষকের খড় এখনো কাঁচা। টানা বৃষ্টিপাতে অনেকের কেটে নেওয়া ধান ও খড় বৃষ্টির পানিতে পচে যাচ্ছে।

আরও পড়ুন

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ‘৯৪ ভাগ ধান কাটা শেষ হয়েছে। বাকি ধান দ্রুত কাটার জন্য কৃষকদেরও পরামর্শ দেওয়া হয়েছে। আশাকরি এক সপ্তাহের মধ্যে সব ধান কাটা শেষ হবে।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বিপন্ন প্রকল্পকে কোনভাবেই উন্নয়ন বলা যাবে না : আনু মুহাম্মদ

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

‘আমার বিবাহিত জীবন, প্রমাণ করার দরকার নেই’ 

নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

দোনেৎস্কের নিয়ন্ত্রণ নিতে এগোচ্ছে রাশিয়া, শহর ছাড়ছেন বাসিন্দারা

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়