অবৈধ অনুপ্রবেশঃ ঝিনাইদহের সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪১-আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার সময় ৩ জন (পুরুষ) বাংলাদেশি নাগরিক আটক করা হয়।
অন্যদিকে, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪৫-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন পুরুষ, ৮ জন নারী ও ২ জন শিশুকে আটক করে।
আরও পড়ুনতিনি জানান, আটককৃত সবাই বাংলাদেশি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন