ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়া সান্তাহারে গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়া সান্তাহারে গাঁজাসহ ২ জন গ্রেফতার।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহা সড়কে যাত্রীবাহি বাস তল্লাশি করে চার কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার হবিরমোড় নামক স্থানে নওগাঁগামী হানিফ পরিবহন বাস তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পুর্ব ধানমুরী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মাসুদ (২২) ও রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আলীর মেয়ে মঞ্জুয়ারা বেগম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দুর পাল্লার বাসে গাঁজার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে আজ সোমবার (১৯ মে) সকাল থেকেই বগুড়া-নওগাঁ মহাসড়কের হবিরমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করা হয়।

আরও পড়ুন

সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০৯ নম্বর- হানিফ পরিবহন নামক বাস তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসে থাকা উল্লেখিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা চার কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি : রিজভী

বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

রংপুরসহ দেশের চার বিভাগে ভারি বৃষ্টির আভাস