ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

গাজায় সীমিত পরিসরে খাবার সরবরাহের অনুমতি নেতানিয়াহুর

গাজায় সীমিত পরিসরে খাবার সরবরাহের অনুমতি নেতানিয়াহুর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ভিক্ষ রোধে গাজায় খুব সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে ইসরায়েলের দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল রোববার ঘোষণা করেছে, গাজা উপত্যকায়  দুর্ভিক্ষ রোধ করার জন্য খুব সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দেবে তারা। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভিক্ষ ‘অপারেশন গিডিয়নের রথের ধারাবাহিকতাকে বিপন্ন করতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর সুপারিশ এবং হামাসকে পরাজিত করার জন্য বর্ধিত তীব্র লড়াই সক্ষম করার উদ্দেশ্যকে সামনে রেখে প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইসরায়েলের একটি পাবলিক ব্রডকাস্টার, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পদক্ষেপটি অস্থায়ী এবং প্রায় এক সপ্তাহ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। যদিও ত্রাণ বিতরণ কেন্দ্র সম্পূর্ণরূপে স্থাপন করা হয়নি। এর আগে বৃহস্পতিবার, হামাস সতর্ক করে দিয়ে বলেছিল, সাহায্য প্রবেশ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতা ‘বন্দী বিনিময় প্রক্রিয়ার ওপর আলোচনা সম্পূর্ণ করার যে কোনো প্রচেষ্টার’ ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 

আরও পড়ুন

এক বিবৃতিতে, দলটি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে এবং মানবিক সাহায্যের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা আশা করি, আমেরিকান পক্ষের সাথে সম্পাদিত বোঝাপড়ার ভিত্তিতে এবং মধ্যস্থতাকারীদের জ্ঞানের ভিত্তিতে অবিলম্বে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ শুরু করবে।

ইসরায়েল কয়েক মাস ধরে সীমান্ত বন্ধ এবং মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অনাহার নীতি প্রয়োগের ফলে গাজা এখনও তীব্র দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, গাজার প্রায় ২৪ লাখ মানুষ মানবিক সাহায্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢেঁড়সের উপকারিতা ও অপকারিতা

পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি 

বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার

রাজশাহীতে নারী হত্যার তিন বছর পর রহস্য উদঘাটন

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা