ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট

ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে।

রবিবার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যারা ১ জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন, তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বাংলাদেশ বিমান। তবে দেড় বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরাসরি বাংলাদেশ বিমানে ঢাকা থেকে জাপান যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।

এর আগে ১৯৮১ সালে প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। পরে ২০০৬ সালে রুটটি বন্ধ করে দেওয়া হয়। তারও আগে, ১৯৭৯ সালে বিমান ঢাকা-টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ

পোপের সেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

বিএনপি মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি

দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফের ফাঁসি হওয়া উচিত : তারেক