ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত ২৯৭তম সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে ১৪ মে ২০২৫, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। নতুন পর্ষদ দায়িত্ব গ্রহনের পর মাত্র ৮ মাসে সোয়া ৮ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে ৩ হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং ২ হাজার ৪০০ কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়সহ ব্যাংকের লেনদেনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিগত সঙ্কটকালীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে থেকে আস্থার সাথে ব্যাংকিং কার্যক্রম করায় গ্রাহক ও অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞা জানানো হয় এ সভায়।
আরও পড়ুনমন্তব্য করুন