কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে একজনের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী সীমান্তে গরু পাচার করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই উপজেলার ভুন্দুর চর গ্রামের ফজলে রহিমের ছেলে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬৬-৪ এস পিলারের ভুন্দুর চর সীমান্ত দিয়ে ভারতের নো-ম্যান্সল্যান্ডে প্রবেশের সময় হঠাৎ ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের শিকার হয় শফিক। এতে সে অসুস্থ হলে সাথীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বিজিবি ও রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত যুবকের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করেন।
এর আগে গত দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ি সীমান্তে টহলরত অবস্থায় রিয়াদ আহমেদ নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয় ও ৪ বিজিবিসহ এক আনসার সদস্য আহত হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনরৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বজ্রপাতে শফিক নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন