ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

খুলনায় মাহিন্দ্রাকে ট্যাঙ্কলরির ধাক্কা, নিহত ৩, আশঙ্কাজনক ৪

খুলনায় মাহিন্দ্রাকে ট্যাঙ্কলরির ধাক্কা, নিহত ৩, আশঙ্কাজনক ৪

নিউজ ডেস্ক:  খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী দু’জন মাদরাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। এরাও মাহিন্দ্রার যাত্রী ছিলেন।


শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, মাহিন্দ্রাচালক কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)। 

এছাড়া আহত চারজন হলেন- মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন

দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেন খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল। নিহত মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে মাহিন্দ্রাতে ( খুলনা-থ-১১-০১৭৫) কয়েকজন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশে রওনা দেন। অপরদিকে খুলনা থেকে মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি (যশোর -ড-৪১-০০০৪) সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনা নামক স্থানে পৌঁছালে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালকসহ তিনজন নিহত হয়। এছাড়া দুুর্ঘনায় মাহিন্দ্রার আরো ৪ জন যাত্রী আহত হয়।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার  উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, “জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে অপর কর্মীর মৃত্যু

রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় অভিযোগ দাখিল

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নিলেন মুফতি ফয়জুল

গ্রেফতার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, রিমান্ড আবেদন

মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

গাজায় রক্তের তীব্র সংকট, বাড়ছে মৃত্যু