ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন

অভি মঈনুদ্দীন ঃ নাম ভূমিকায় এর আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বহু নাটকে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় আবারো তিনি আসছে ঈদ উপলক্ষ্যে ‘বাংলাভিশন’ চ্যানেলে প্রচারের জন্য এই সময়ের গুনী, মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর পরিচালনায় খণ্ড নাটক ‘অশিক্ষিত এমডি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন।

এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকে মোশাররফ করিমের সঙ্গে আবারো অভিনয় করার সুযোগ পেলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শাকিলা পারভীন। পরিচালক সাজিন আহমেদ বাবু মোশাররফ করিমের সঙ্গে জুটি হিসেবে কাজ করার মধ্যদিয়ে এই জুটিকে গুরুত্ব দেবার চেষ্টা করেছেন। মোশাররফ করিমের সঙ্গে আবারো অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শাকিলা পারভীন।

নাটকে মিজান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা খায়রুল আলম সবুজ। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশারফ করিম বলেন,‘ সাজিনের নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। যেহেতু সাজিন নিজেই নাট্যকার। তাই নিজের মনের মতো করে একটি ভাবনা একটি গল্প দাঁড় করিয়ে তার চিত্রায়ণ করার চেষ্টা করে। সাজিনের মধ্যে ভালো কাজ করার প্রবল চেষ্টাটা আছে। আর শাকিলা চরিত্র বুঝে ভালো করার চেষ্টা করে। চেষ্টা অব্যাহত থাকলে আগামীতে আরো ভালো করবে। তবে এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার কাছে খুউব ভালোরেগেছে।’

শাকিলা পারভীন বলেন,‘ মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করেছি। তবে এবারের নাটকটির গল্প যেমন এক কথায় মনের মতো, ঠিক তেমনি আমার চরিত্রটাও দারুণ। ধন্যবাদ সাজিন আহমেদ বাবু ভাইকে আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হিসেবে কাজ করার সুযোগ করে দেবার জন্য। মোশাররফ ভাই অনেক গুনী এবং অত্যন্ত মেধাবী একজন অভিনেতা। তারসঙ্গে আসলে স্ক্রিণ শেয়ার করা, অভিনয় করা জীবনের অনেক বড় প্রাপ্তি হিসেবেই বিবেচনা করবো আমি। তিনি আমাকে এই নাটকে অভিনয়ের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছেন, অনুপ্রেরণাও দিয়েছেন। আমি এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

সাজিন আহমেদ বাবু জানান এর আগে তার নির্দেশনায় মোশাররফ করিম ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’সহ অন্যান্য নাটক ‘কিড সোলায়মান’,‘ পোশাকে বংশের পরিচয়’,‘ উচ্চতর ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন।

এছাড়াও আগামী ঈদেই প্রচারে আসবে ‘স্বভাব দোষ’ নাটকটি। এর আগে মোশাররফ করিম ও শাকিলা মেহেদী রনির পরিচালনায় ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা