রাজশাহীতে গাছ থেকে গুটি আম নামানো শুরু

রাজশাহী প্রতিনিধি : মৌসুমের সবচেয়ে রসালো ফল আমের জন্য অপেক্ষার অবসান হলো। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর নগরী ও আশপাশের উপজেলার বাগানগুলোতে শুরু হয়েছে গাছপাকা গুটি আম নামানো। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নামানো হবে হিমসাগর, গোপালভোগ, আম্র্রপালি, ল্যাংড়া, ফজলি ও আশ্বিনাসহ উন্নতজাতের আম।
বাগান মালিকরা বলছেন, এবার আমের ফলন গতবারের চেয়ে কিছুটা বেশি হলেও বাজারমূল্য তুলনামূলক কম। তবে সময়মতো আম পাড়ার সুযোগ পাওয়ায় সন্তুষ্ট তারা। গত আট বছরের মতো এবারও অপরিপক্ক আম বাজারজাতকরণ ঠেকাতে জাতভেদে আম নামানোর নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। এই সময়সূচিই ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ নামে পরিচিত। সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ শুক্রবার থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। সকাল থেকেই রাজশাহী নগরী, পুঠিয়া ও বাঘা উপজেলায় আমচাষিরা গাছপাকা গুটি আম নামিয়ে বানেশ্বর হাটসহ বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন।
আনোয়ার হোসেন আরও বলেন, এবার যে সময়সূচি ঘোষণা করা হয়েছে, তা সময়মতোই কার্যকর হওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে। গাছে আমও ভালোভাবে পেকেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন