৭৮’তম ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ জেবিন
_original_1747317364.jpg)
অভি মঈনুদ্দীন ঃ উপস্থাপনায় ও সাংবাদিকতা পেশায় এক দশক বেশ সফলতার সাথেই পার করেছেন কুষ্টিয়ার মেয়ে শাহরিন মাহফুজা জেবিন। বিশেষত বিগত কয়েকবছর চ্যানেল টোয়েন্টিফোর- এ উপস্থাপনা ও সাংবাদিকতায় নিজের মেধা দিয়ে তিনি নিজেকে নিয়ে এসেছেন আলোচনার শীর্ষে।
বিশেষত টিভি চানেলেগুলোতে যারা জেবিনের মতো করেই কাজ করেন তাদের মধ্যে সর্বাধিক আলোচনায় রয়েছেন জেবিনই। তাই ‘চ্যানেল টোয়েন্টিফোর’ পরিবার তাকে নিয়ে গবির্ত। তবে এই সময়টায় যেন এই পরিবারটি আরো বেশি গর্বিত। কারণ ফ্রান্সের কানে শুরু হয়েছে ৭৮’তম কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’। আর এই ফ্যাস্টিভ্যালে এবারই প্রথম একজন সাংবাদিক হিসেবে চ্যানলেটির পক্ষ থেকে যোগ দিয়েছেন শাহরিন মাহফুজা জেবিন।
কান উৎসবে যোগ দিয়ে ভীষণ উচ্ছ্বসিত জেবিন। জেবিন বলেন,‘ বলা যায় আমার স্বপ্নই ছিলো কানে যোগ দেবার। একজন পেশাদার সাংবাদিক হিসেবেই কান উসবে যোগ দেবার স্বপ্ন ছিলো। আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। গতকাল থেকে আমি আমার পেশাগত কাজ শুরু করেছি। এখনো কেন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। পুরো পৃথিবী তাকিয়ে থাকে যে উৎসবের দিকে সেই উৎসবে আমি। ভাবলেই গা শিউরে উঠে। যেহেতু এখানে আমার প্রথম আসা তাই চেষ্টা করবো যতোটা পারফেক্টলি পেশাগত দায়িত্ব পালন করা যায়। এখানে এর আগে যারা এসেছেন সবাই আমাকে সহযোগিতা করবেন এটাও আমার বিশ্বাস। পরিচিতদের মধ্যে অনিন্দ্য মামুন ভাইতো আছেনই। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার বস নাজমুল আলম রানা ভাইয়ের প্রতি। কারণ তার শতভাগ সহযোগিতা ছাড়া কানের মাটিতে পা রাখা কোনোভাবেই সম্ভব ছিলো না। এই মহান মানুষটি আমার জন্য অনেক শ্রম দিয়েছেন। ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। তার কাছে আজীবনের জন্য ঋনী হয়ে রইলাম। মিস করবো চ্যানেল টোয়োন্টিফোরের বিনোদন টিমকে। সবার কাছে দোয়া চাই যেন ঠিকঠাক মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি।’
আরও পড়ুনজেবিন যাবার আগে ‘সেলিব্রেটিস চয়েজ’সহ আরো কয়েকটি দেশীয় ব্র্যাণ্ডের পোশাক সঙ্গে নিয়ে গেছেন যেগুলো কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ পরিধান করবেন তিনি। উপস্থাপনা জীবনের শুরুতে এটিএন বাংলা, পরবর্তীতে প্রায় দুই বছর এনটিভি, এরপর আরো প্রায় দুই বছর যমুনা টিভিতে উপস্থাপনা ও সাংবাদিকতা এবং তারপর আরো এক বছর ৭১ টিভিতে উপস্থাপনা ও সাংবাদিকতা করার পর আবারো তার নিজের প্রিয় কর্মস্থল এনটিভিতে কাজ করেন।
২০১৯ সাল থেকে আজ পর্যন্ত জেবিন ‘চ্যানেল টেয়োন্টি ফোর’র সাথে সম্পৃক্ত। তবে ২০২৫ এসে অভিনয় নিয়ে ভাবছেন জেবিন। জেবিনের বাবা মো: নেয়ামত আলী, মা সাবিনা ইয়াসমিন নিলু। জেবিনের প্রিয় শিক্ষক প্রয়াত নজরুল ইসলাম আর প্রিয় বান্ধবী তাম্মি। জেবিনের ডাক নাম নিম্মি।
মন্তব্য করুন