ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

“ওয়েট মার্কেট কালেকশন” সেবা চালু করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং দেশে প্রথম বারের মত “ওয়েট মার্কেট কালেকশন” বা কাঁচা বাজারের কালেকশন সেবা কার্যক্রম চালু করেছে। স্থানীয় বাজারের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন আরো বেশী সহজতর, সুরক্ষিত, গতিশীল করার উদ্দেশ্যে ব্যাংক এশিয়া অ্যাপ-ভিত্তিক ডিজিটাল ক্যাশ-নির্ভর গ্রাহক-সেবাটি চালু করেছে। 

গত ১৩ মে, ২০২৫ মঙ্গলবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জনাব জিয়াউল হাসান রাজধানী ঢাকার অদূরে সাভার গেন্ডাবাজারে নতুন এ সেবার উদ্বোধন করেন। এ সময় গেন্ডাবাজার সমিতির সভাপতি জনাব কে এম ফরিদ, বাজারের সত্ত্বাধিকারী জনাব আশরাফ  উদ্দিন খান শাহীন এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালুর ১১ বছরের অগ্রযাত্রায় ব্যাংক এশিয়া সারাদেশে সুপরিসর নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ৫০৩৬ জন এজেন্ট নিয়োগ দিয়েছে, যার প্রায় ৭০ শতাংশই বাজার কেন্দ্রিক। আর দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এ নেটওয়ার্ক ব্যাংক এশিয়াকে কাঁচাবাজার-ভিত্তিক গ্রাহকের জন্য এ বিশেষায়ীত সেবা চালু করায় উৎসাহিত করেছে। 

আরও পড়ুন

প্রযুক্তি-নির্ভর এ উদ্যোগটি ব্যাংক এশিয়ার আর্থিক অর্ন্তভুক্তির অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি স্থানীয় কাঁচাবাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লেনদেনকে অনেক বেশী গতিশীল, সুরক্ষিত ও আকর্ষনীয় করে তুলবে। ব্যাংক এশিয়া পর্যায়ক্রমে এ সেবা সারাদেশে সম্প্রসারিত করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা