ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদা নিতে এস ৮ জন আটক

বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদা নিতে এস ৮ জন আটক

নিউজ ডেস্ক:   খুলনায় নগরীর খালিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। 

বুধবার (১৪ মে) রাত আনুমানিক দশটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খুলনার খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ড বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে একই এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক পরিচয় দেন। তিনি সঙ্গে আরও ৮ জন যুবককে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করেন। এসময় রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক বাপ্পিকে পতিত সরকারের দোসর বলেন ও ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও হুমকি দেন।

 

আরও পড়ুন

পরে এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। রায়হানের সঙ্গে থাকা কয়েকজন যুবক পালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বাপ্পি জানান, রাত আনুমানিক দশটার দিকে কয়েকজন যুবক এসে আমাকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে, চাঁদা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার চেঁচামেচি হয়। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে।

খালিশপুর থানার এসআই সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির ২নং রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু