ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতের প্রায় ৩শ’ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ভারতের প্রায় ৩শ’ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে প্রায় ৩শ’টি মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তাদের অভিযোগ, এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল।

 বুধবার (১৪ মে) স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ২২৫টি ‘অবৈধ’ মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি এবং পিলিভীত-এই সাত জেলায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

বুধবার একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়েছে। মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতনওয়া তহসিলের জুগৌলি গ্রামে নির্মিত দুটি তথাকথিত অবৈধ মাদরাসা ভেঙে ফেলা হয়। শ্রাবস্তীর ভিঙ্গা তহসিলের কালীমপুরওয়াতে সরকারি জমিতে নির্মিত একটি ‘অনুমতিহীন’ মাদরাসাও গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে, বহরাইচে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অভিযোগ তুলে সেটিও উচ্ছেদ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ‘অবৈধ’ স্থাপনা ভারত-নেপাল সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে গড়ে তোলা হয়েছিল। সরকারি জমি, বনভূমি কিংবা অন্যান্য জনসম্পত্তি দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা ধর্মীয় রূপ পেলেও, আইন মেনে গড়ে তোলা হয়নি বলে উল্লেখ করেছে প্রশাসন।  সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং

নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

বগুড়ায় ডিবির পরিচয়ে প্রতারণা দুই ভুয়া অফিসার গ্রেফতার

সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তাইম হাওলাদারের হ্যাটট্রিক স্বর্ণজয়: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাবির গৌরব

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪