পাবনার ঈশ্বরদীতে অবৈধ মাটি-বালি উত্তোলন, লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন খাঁন। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি পাকুড়িয়া গ্রামের বাসিন্দা এবং ইবাদুল হোসেনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান সাংবাদিকদের জানান, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুনএদিকে একাধিক সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ও পাকশী এলাকায় অন্তত ২০/২৫টি স্পটে প্রকাশ্যে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা।
মন্তব্য করুন