আইপিএল শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএল

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ মে থেকে। এবার ঘোষণা এলো স্থগিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুরও, তারিখ আইপিএলের মতোই ১৭ মে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক্স-বার্তায় (সাকে টুইটার) পিএসএল পুনরায় মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ মে বাকি অংশ শুরু হয়ে ফাইনাল হবে ২৫ মে। তবে নাকভির টুইটে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে কিনা। লিগে আটটি ম্যাচ বাকি আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো খুব দ্রুত এই মৌসুমটা শেষ করতে চায়।
পিএসএল কর্তৃপক্ষ সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা। জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ফিরে আসার সম্ভাবনা কম। যার প্রভাব পড়বে স্কোয়াডগুলোতে। কিছু ফ্র্যাঞ্চাইজি অন্যদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের পুনরায় যোগদানের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী। এমনকি পিসিবি রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথাও ভাবছে। যদিও সেই ড্রাফটে ভালোমানের খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় আছে।
আরও পড়ুনবেশ কয়েকজন স্টেকহোল্ডার বলেছেন যে, লিগ স্থগিত করার সময়কালের অস্থিরতার কারণে পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে মৌসুমের বাকি সময় বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, পিএসএল এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন বিকল্পের মধ্য দিয়ে যায়। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার পর পিসিবি প্রথমে করাচিতে টুর্নামেন্টটি স্থানান্তরের কথা ভেবেছিল, কিন্তু শুক্রবার সকালে ঘোষণা করেছিল যে এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পরে, সেই দিনই আইপিএলও স্থগিত হওয়ার সাথে সাথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এদিকে পিএসএল ২৫ মে শেষ হলে নিশ্চিতভাবেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি বদলাতে হবে। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার কথা ২১ মে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে।
মন্তব্য করুন