ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পাঁচবিবিতে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত : গ্রেফতার ২

পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পাঁচবিবিতে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত : গ্রেফতার ২

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে পারিবারিক দ্ব›দ্ধ মিটাতে গিয়ে মাদকাসক্ত সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত হয়েছেন থানার এসআই আলমগীর কবীর (২৯)। এ ঘটনায় রাতেই ছুরিকাঘাতকারী রাফি ও তার সহযোগী বেলালসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রাফি (২৫) উপজেলার পাটাবুকা গ্রামের মো. রফিকুল ইসলামের ও বেলাল হোসেন (৪০) একই গ্রামের মৃত ফুলবর আলী সরদারের ছেলে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাত হয়ে বিকেলে হাসপাতালে ভর্তি হন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, পাঁচবিবি এলাকায় ৩/৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গত শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।

আরও পড়ুন

ওই নারী ৯৯৯ এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। বিষয়টি অমীমাংসিত ছিল। এরপর গতকাল রোববার বিকেলে পুনরায় সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় তার উপর মাদকাসক্ত ওই দুই যুবক হামলা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে এবং রাতেই ওই ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

গানের ভুবনে সফলতার ২২ বছর পেরিয়ে রাশেদ

সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে