দিনাজপুরের বিরামপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার দিওড় ইসলামপাড়া গ্রামে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হওয়া এক গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত শুক্রবার ভোরে তার মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, দিওড় ইসলামপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী কমলা বেগম (৩৯) গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে যান।
চুলার পাইপে লিকেজ থাকায় আগে থেকেই গ্যাস বের হয়ে রান্না ঘরে জমে ছিল। চুলা জ্বালানোর সাথে সাথে আগুনে রান্না ঘর জ্বলে ওঠে। এতে গৃহবধূ কমলা বেগম গুরুতর ভাবে দগ্ধ হন। তাকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঢাকার হাসপাতালে পৌঁছার আগেই ঢাকার গাবতলীতে গত শুক্রবার ভোরে তার মৃত্যু ঘটে। থানার ওসি মমতাজুল হক অগ্নিদগ্ধ কমলা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন