ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকল, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাদ্দাম হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় তার নানার বাড়ি উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মিনহাজ নামে এক প্রতিবেশি তার মোটরসাইকেলে ছিলেন। বাড়ি ফেরার পথে আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌঁছলে ১০/১২ জন মুখোশ পরিহিত ছিনতাই কারীরা রশি দিয়ে তাদের পথ রোধ করে।

এসময় সাদ্দাম হোসেন ও মিনহাজকে মারপিট করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেধে রেখে একটি ১৬০ সিসি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল, দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা নগদ প্রায় সাত হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে ধীরে ধীরে হাত-পায়ের এবং মুখের বাধন খুলে ফেলেন তারা। এসময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার