ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে মারধর ও হাত পা মুখ বেঁধে রেখে ছিনতাই

গতকাল মঙ্গলবার আদমদীঘিতে ছিনতাইকারিদের কবলে পড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ঘটনাস্থল দেখাচ্ছেন। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দুর্বৃত্তরা আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও তার ছেলেসহ তিনজনকে মারধর এবং হাত পা ও মুখ বেঁধে খাদে ফেলে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলা নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা ব্রিজের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তিরা হলো, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি কুন্দগ্রাম ইউপির মটপুকুর গ্রামের মাওলানা গোলাম রব্বানী, তার ছেলে মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)।

মাওলানা গোলাম রব্বানী জানান, গতকাল মঙ্গলবার রাতে তিনি ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া তার বড় ছেলের শ্বশুরের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মটপুকুর ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামের পুর্বে ব্রিজের কাছে সড়কে দড়ির ব্যাড়িকেট দিয়ে তাদের পথরোধ করে ৭/৮ জনের একদল ছিনতাইকারি।

আরও পড়ুন

এরপর চাকুর ভয় দেখিয়ে তাদের মারধর ও হাত পা মুখ বেঁধে সড়কের পাশে খাদে ফেলে রেখে তার বাজাজ সিটি ১০০ সিসির একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে রাত সাড়ে ৮টায় একই স্থানে একই গ্রামে প্রবাসী ছেলের বকুল হোসেনকে একই কায়দায় ছিনতাইকারীরা দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে মারধর, হাত, পা,ও মুখ দড়ি দিয়ে বেঁধে খাদে ফেলে রেখে তার কাছ থেকে এইটি সুজুকি জিকছার মোটরসাইকেল, আইফোন, বিদেশী ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার মা বুলবুলি বেগম জানান।

রাত ১২ টা দিকে ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা কৌশলে মুখ খুলে চিৎকার দিলে গ্রামবাসি তাদের উদ্ধার করেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানকে ‘থামার’ আহবান জানালেন ডোনাল্ড ট্রাম্প

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

উত্তরায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর শরীরে আগুন দিলো স্বামী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী 

‘গণহত্যার বিচার না হলে আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ’

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ