রেফারির সিদ্ধান্তে ম্লান বার্সার স্বপ্ন!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে গত রাতে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সান সিরোর মাঠে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা, কিন্তু ম্যাচ শেষেও আলোচনার কেন্দ্রে একজনই-রেফারি সিমোন মার্সিনিয়াক।
পোলিশ এই রেফারির ‘রিয়াল মাদ্রিদ-প্রেম’ নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল বার্সেলোনা শিবিরে। সামাজিক মাধ্যমে তার রিয়ালপ্রীতির নানা নজির ঘুরে বেড়াচ্ছিল। ম্যাচে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত যে কাতালানদের বিপক্ষে গেছে, তাতে রিয়াল-ঘেঁষা সেই অভিযোগ যেন আরও জোরালো হয়ে উঠেছে। সান সিরোর দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে গোল খেয়ে ৪-৩ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বার্সেলোনার। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে আচেরবির গোলের ঠিক আগেই স্পষ্ট ফাউল হলেও বাঁশি বাজাননি মার্সিনিয়াক। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিনকে টেনে ফেলে দিয়ে বল কেড়ে নেন ডামফ্রিস, সেখান থেকেই আসে গোল।
ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ফলাফলে আমি হতাশ, খেলোয়াড়দের পারফরম্যান্সে নয়। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত ছিল বিস্ময়কর। ৫০-৫০ পরিস্থিতির প্রতিটিতেই সিদ্ধান্ত গেছে প্রতিপক্ষের পক্ষে। এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি রেফারি নিয়ে বেশি কিছু বলতে চাই না, তবে যা চোখের সামনে দেখেছি, তা বলা দরকার।’ নিজ দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এই দল নিয়ে আমি গর্বিত। আমরা শিখছি, ভবিষ্যতে আরও শক্ত হয়ে ফিরব।’ তবে সমালোচনার মাঝেও ইন্টারের খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন বার্সা কোচ, ‘ইন্টার ভালো দল, দারুণ স্ট্রাইকার আছে, রক্ষণেও শক্তিশালী। আমাদের জন্য এটা শেখার একটি ধাপ।’
আরও পড়ুনএখন বার্সেলোনার নজর এল ক্লাসিকোর দিকে। আগামী রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে মাঠে নামবে বার্সা। কোচ ফ্লিক বলেন, ‘এই দলটি এখন আয়নায় নিজের দিকে গর্ব নিয়ে তাকাতে পারবে। সামনে আমাদের আরেকটা যুদ্ধ।’
মন্তব্য করুন