বগুড়ার নন্দীগ্রামে হালনাগাদে ভোটার বেড়ে এক লাখ ৬৫ হাজার, নতুন ৫৩৮৫ জন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ১২৬ জন। হালনাগাদে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৫ ভোটার। এরমধ্যে পুরুষ ২৪৬২ এবং নারী ২৯২৩ জন।
আজ মঙ্গলবার (৬ মে) উপজেলা নির্বাচন অফিসার মো. বাবু হক জানান, ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন সম্পন্ন হওয়া নতুন সংখ্যা মিলিয়ে উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে। আগে পুরুষ ভোটার ছিল ৭৯ হাজার ৮৯০, বর্তমানে পুরুষ ৮২ হাজার ৩৫ জন। নারী ৭৯ হাজার ৮৫০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সংখ্যা বাড়েনি, তালিকায় রয়েছে একজন।
আরও পড়ুনগত ২৩ মার্চ থেকে ১১ দিনে উপজেলার সাতটি কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়। নন্দীগ্রাম পৌরসভা, শহরের কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, বুড়ইল ইউনিয়ন, সদর ইউনিয়ন, ভাটরা ইউনিয়ন, থালতা-মাঝগ্রাম ইউনিয়ন এবং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ কার্যক্রম চলে। তবে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য ফরম পূরণ করে আবেদনের ফটোকপিসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
মন্তব্য করুন