ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার শেরপুর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন আনিকা আক্তার (২০) নামের এক গার্মেন্টস কর্মী। সে গাইবান্ধার ধাপেরহাট থানার দিকদারি গ্রামের আনসার আলীর মেয়ে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম দক্ষিণ পূর্বপাড়া এলাকায় সাইফুল ইসলামের ছেলে প্রেমিক পলাশের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন আনিকা।

আনিকা সাংবাদিকদের জানান, সাত মাস আগে একই গার্মেন্টসে চাকরির সুবাদে পলাশের (২৩) সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক হয় তাদের। প্রেমের সম্পর্কের একমাস পর পলাশের চাপে আনিকা তার আগের স্বামীকে তালাক দেয়।

সম্প্রতি অসুস্থ হয়ে পলাশ ঢাকায় গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামের বাড়ি ধড়মোকাম চলে এসে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে আনিকা প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিলে পলাশের পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।

আনিকা বলেন, আমাকে বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করব, কারণ তার চাপে আমি আগের স্বামীকে তালাক দিয়েছি। পলাশের বাবা সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, ছয়দিন আগে তার ছেলে বাড়িতে এসেছে এবং গাইবান্ধার একটি মেয়ের সাথে সম্পর্কের কথা জানিয়েছে। বিয়ে করার কথাও সে বলেছে।

আরও পড়ুন

মেয়েটি অনশন করছে এ কথা বলার পর তিনি বাড়িতে আসছেন বললেও এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি, দুইপক্ষ সমাধানের চেষ্টা করছে, তবে এখনো কোন সুরাহা হয়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনো এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ মুগ্ধতা ছড়ালেন রেহান