ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সুন্দরবনের অস্ত্রসহ করিম শরীফ দস্যু বাহিনীর দুই সদস্যকে আটক

সুন্দরবনের অস্ত্রসহ করিম শরীফ দস্যু বাহিনীর দুই সদস্যকে আটক

নিউজ ডেস্ক:  সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকা থেকে দস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। 

সোমবার (৫ মে) বিকেলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও দুইটি নৌকা জব্দ হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের চিফ স্টাফ অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে।

আটককৃতরা হলেন- মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)।

আরও পড়ুন

জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে- দুইটি একনলা বন্দুক, একটি শর্টগান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, চারটি কুড়াল, সাতটি করাত, ১০টি রড, পাঁচটি হাতুড়ি, একটি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি এবং ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা। 

কমান্ডার সঞ্জীব কুমার দে জানান, সোমবার (৫ মে) বিকেলে করিম শরীফ বাহিনীর দুই সদস্য মো. সাদ্দাম খান ও আব্বাস মোল্লাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা ডাকাতি ছাড়াও দস্যুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহে সহযোগিতা করতেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

সৌদি আরবে আজীবন থাকতে চান রোনালদো