নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রাবাদা

স্পোর্টস ডেস্ক : মাত্র দুইদিন আগেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে রিক্রিয়েশনাল ড্রাগ গ্রহণের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন কাগিসো রাবাদা। প্রাথমিকভাবে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেও দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার শাস্তি কমে এসেছে। পেশাদার আচরণ বজায় রাখা এবং ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার এই নিষেধাজ্ঞা এক মাসে কমিয়ে আনা হয়েছে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে এক মাসের শাস্তি ভোগ করেছেন, ফলে সব ধরনের ক্রিকেটে তার খেলতে আর কোনো বাধা নেই। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে, এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময়। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন রাবাদা। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরত রাখে। বোর্ডের বিবৃতি অনুযায়ী, রাবাদা ছিলেন ‘প্রোভিশনাল সাসপেনশনে’, যার মেয়াদ ছিল এক মাস। এই নিষেধাজ্ঞার কারণে এপ্রিলের শুরুতে আইপিএল চলাকালীন হঠাৎ দেশে ফিরে যান রাবাদা। সে সময় তার দল গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন। পরে জানা যায়, মূলত ডোপ কেলেঙ্কারির কারণেই তাকে সাময়িকভাবে খেলার বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুনতবে নিষেধাজ্ঞার সময়সীমা পেরিয়ে যাওয়ায় আবারও আইপিএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই ডানহাতি পেসার। চলতি মৌসুমে এর আগে গুজরাটের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন দুটি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে গুজরাট টাইটান্স। গুরুত্বপূর্ণ এই সময়ে রাবাদার মতো অভিজ্ঞ পেসারের ফেরাটা দলের জন্য বড় স্বস্তির। আজ মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাকে।
মন্তব্য করুন