ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম হাওলাদার বিকেনগর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার বাচ্চু হাওলাদারের মেজো ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম হাওলাদার নামের ওই তরুণ দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিকের কাজ করে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। সোমবার সকালে আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় একটি বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এসময় সে অসতর্কতাবশত বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমান-এর নিয়োগ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় জয়পুরহাটে কারিগরদের দুর্দিন

যৌতুকের বলি চার সন্তানের জননী স্বামী ও শ্বশুরের ফাঁসির দাবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাচাকে অপহরণ করতে গিয়ে ভাতিজাসহ তিন অপহরণকারী আটক

ইউটিউবের চুরির কৌশলে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২