প্রেমের মাঠে সফল নেইমার, অপেক্ষায় চতুর্থ সন্তানের

স্পোর্টস ডেস্ক : এখনও বিয়ে করেননি ৩৩ বছর বয়সী ব্রাজিলের সুপারস্টার নেইমার। তবে ঠিকই মজেছেন একাধিক প্রেমে। ফুটবল ক্যারিয়ারের মতো বেশ উত্থান-পতন ছিল নেইমারের প্রেমজীবন। প্রেম, সন্তান, বিচ্ছেদ-সবই ছিল নেইমারের।
নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস। নেইমার তখন টিনএজার। ২০১১ সালে জন্ম নিলো তাদের প্রথম সন্তান দাভি লুকা। কিন্তু কারোলিনার সঙ্গে নেইমারের সেই প্রেম টিকলো না বেশি দিন। বন্ধুত্বটা অবশ্য আজও অটুট। দুজনে মিলেমিশে ছেলেকে বড় করছেন। কখনো ছেলের জন্মদিনে কেক কাটছেন, কখনো ইবিজায় একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর নেইমারের জীবনে আসে ব্রুনা বিয়ানকার্দি। যিনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন। ২০২৩ সালের অক্টোবরে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান মাভি।
এরপর ২০২৩ সালে নভেম্বরে ব্রুনা আর নেইমারের বিচ্ছেদ হয়। কিন্তু ২০২৪ সালের শেষে তারা আবারও এক হন। কারণ, আসছে আরেকটি মেয়েসন্তান! মানে, নেইমারের চতুর্থ সন্তান-দ্বিতীয় কন্যা! এই তো দুদিন আগেই নেইমারের এক ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেল আবারও তার সন্তানের মা হতে চলেছেন ব্রুনা। ২০২৪ সালের মাঝামাঝি জানা যায় ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা। গুঞ্জন রয়েছে, ব্রুনার সঙ্গে তখন বিচ্ছেদ চলছিল নেইমারের। হাঁটুর চোটে তখন মাঠের বাইরে ছিলেন নেইমারও। তখনই জড়িয়ে পড়েছিলেন নতুন সম্পর্কে।
আরও পড়ুনহেলেনার জন্মের পর কিছু নাটকও হয়েছে। নেইমার প্রথমে ডিএনএ টেস্ট চেয়েছিলেন। পরে সেটা হয়েছিল কি না, তা আর জানা যায়নি। আর অ্যামান্ডার সঙ্গেও এখন কোনো সম্পর্ক নেই নেইমারের। এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অন্যকে অনুসরণ করেন না! তবে হেলেনার বাবার দায়িত্ব পালনে কোনো কমতি রাখছেন না।
নেইমারের ফ্যামিলি মানে একটা ছোটখাটো ফুটবল টিম। নেইমার নিজে, সঙ্গে বান্ধবী ব্রুনা। আর আছেন নেইমারের সন্তান দাভি, মাভি, হেলেনা এবং ব্রুনার গর্ভে অপেক্ষমাণ আরেকজন। পরিবার এটুকুতেই সীমাবদ্ধ থাকবে, এটা যদি ভেবে থাকেন, তাহলে হয়তো ভুলই করছেন। নেইমার বলে কথা, চমক দেওয়াতে তার জুড়ি আছে নাকি!
মন্তব্য করুন