সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ তেলপাম্প এলাকায় আজ রোববার (৪ মে) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ চাটমোহর উপজেলার চর নবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মওলানা মো. আব্দুস সামাদ (৬৫) ও একই মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মওলানা মো. হাদিসুর রহমান (৫০)। নিহত ও আহত দু’জন শিক্ষকের বাড়ি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে।
আরও পড়ুনএ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারমিন আলম জানান, একব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন