সড়ক দুর্ঘটনায় নিহত
বগুড়ার আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ, পাঁচ দিন পর মায়ের মামলা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ফ্রিজ মেকানিক আরিফুল ইসলাম বকুলের মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টির পাঁচ দিন পর তার মা শরিফুন নেছা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রকৃত রহস্য উদঘাটনের জন্যই মূলত গতকাল শুক্রবার রাতে তিনি আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বকুল মেকানিক হিসেবে নওগাঁয় একটি দোকানে ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো গত ২৮ এপ্রিল রাতে কাজ শেষে দোকান থেকে মেটরসাইকেলযোগে তার নিজ বাড়ি কেশরতা গ্রামে ফিরছিলেন।
এসময় বগুড়ার-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় তার মাথা ও শরীরসহ একাধিক স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে থাকেন। স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনধারণা করা হয়, মটরসাইকেলযোগে বকুল ওই স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত করে গাড়ির চালকসহ ঘটনাটির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
মন্তব্য করুন